ভুলে যাবো , সত্যি বলছি
অনেকটা পথ তোর সাথে কল্পনায় হাটা হল
অনেক গুলো রাত , ঘুম হীন তোর ভাবনায়
হারিয়ে গেল ,
নিস্তব্ধ গোধূলি , আমার স্বপ্নের মধ্য,
ভিতর টা অস্তির , সে এক যন্ত্রণা l
তোকে ভুলে যাবো , ভুলতে তোঁ হবেই
তারপর ও আর একটু অপেক্ষা l
একবার ভেবে দেখিস , অন্ধকারে আমি কাঁদলে
কেমন দেখাবে ?
তোর এই ভাবনাটুকু পর্যন্ত , আমি অপেক্ষা করবো l
আমি তোকে ভুলে যাবো , এ কেমন ভাবনা
কেমন করে ভুলে যাবো , হাজার টা প্রশ্ন হৃদয় বিত্তে l
আমার পায়ে হাটা পথে , যন্ত্রণার আস্তরণ এখন
বিদঘুটে কালো এক নৈরাশের হাহাকার ,
আমি সব ভুলে ভাবছি , তোকে ভুলে যেতে হবে !
তুই ছাড়া যে আমার আকাশ ভরা মেঘ ,
আচ্ছা , আলো ছাড়া কি মানুষ বাঁচে ?
তা হলে আমি বাছব কি করে ?
এই প্রশ্নের , উত্তর আশা পর্যন্ত আমি অপেক্ষা করবো l
আমি তোকে ভুলে যাবো , যখন আমি থাকবো না !
আমি তোকে ভুলে যাবো , যখন তুই আমাকে দেখবি না l
আমার জন্য চরম সত্য , তোকে ভালোবাসা
আর মিথ্যে হবে তোকে বুলে যাওয়া !!
কিন্তু তোকে ভুলে যাবো ,
আর একটু সময় তোর জন্য অপেক্ষা করবো l