সাহসীদের জন্য ভালোবাসা
ভয় ভালোবাসা হারায়।
সংকোচতায় ভালোবাসা অপূর্ণতা থাকে
যারা ভালবাসতে গিয়ে প্রাচীর ভাঙতে পারেনা
তাদের ভালোবাসা অপূর্ণতা থাকে।
যারা মনের দিক থেকে দুর্বল
ভালোবাসার মানুষটাকে বলতে পারেনা
তারা ভালোবাসা হারায়।

ভালবাসতে হলে ভালোবাসা প্রকাশের সাহস থাকতে হয়।
ভালবাসতে হলে বিশ্বাসই হতে হয়।
ভালবাসতে হলে ভরসা রাখতে হয়
ভালোবাসতে হলে বিসর্জন দিতে হয়।

আর না হলে ভালোবাসা তোমার জন্য নয়।