চোখ দিয়ে তোমার , ছুঁয়েছি চোখ
অন্তরে কেন জ্বালা l
হৃদয়ে আমি স্বপ্ন সাজিয়েছি ...
তার পর ও বড্ড একেলা l
তুমি সাগর মারিয়ে
আকাশ নীলে ,
তুমি তোঁ তুমিই
আমার কেন শাস্তি মিলে l
বড্ড ভালোবাসাই ,
আজ মেঘ হয়েছে l
ঝরবে কখন বৃষ্টি ,
ভালবাসা, আমার অন্ত দৃষ্টি l
ভালবাসি , ভালবাসি
অনেক বেশি , তোমার চেয়ে বেশি l