তুমি কি আমায় ভালোবসবে ?
রাখবে আমার চোখে , ঐ চোখ !
আমি শুন্য হৃদয় পুণ্য করবো -
অন্ধকারে তোমার হাতটি ধরবো !!
তুমি কি আমায় কাছে ডাকবে ?
অন্ধকারের তারার রাতে !
তোমায় আমি জ্যোৎস্না দেবো -
তোমার চোখে স্বপ্ন দেবো l
তুমি কি আমার সাথে যাবে ?
রংধনুতে , রাঙ্গিয়ে দেবো -
তোমার শুন্য হৃদয় , পূর্ণতা দেবো