তুমি ফিরবে , আমি প্রতীক্ষায়
মুঠো ভড়ে স্বপ্ন নিয়ে ,
তোমার চেতনার মাঝে জড়াবো
আমি তোমার হয়ে l
প্রতীক্ষা শুধু তোমার জন্য
আর সবার জন্য থাকে অপেক্ষা ,
দুপরের কড়া রোদ মলিন হচ্ছে --
তুমি ফিরবে , আমি ঘরে ফিরবো l
সারাদিনের কালান্তি দিয়ে , গল্প লিখেছি
শুধু তোমার জন্য ,
তুমি ফিরবে , আমি তোমার প্রতীক্ষায় l