তুমি চলে যাবে যাও
আমার মায়াটা সাথে করে নিয়ে যেও,
দেহের ভিতর মায়া থাকলে এলার্জি হয়, চুলকায়
কখনো কখনো তৈরি হয় ক্ষত, ক্ষতে আসে রক্ত
আমার আগলে রাখাটা  যদি হয় তোমার বিরক্ত।

তুমি চলে যাবে যাও!
আমার  সাজানো হৃদয়টা অগোছালো করে দিয়ে যাও
অগোছালো করে দিয়ে যাও আমার বুক সেলফ
তোমাকে সাজিয়ে রাখার আমার চিন্তা-ভাবনা গুলো

তুমি চলে যাবে যাও
মেইন সুইচটা বন্ধ  করে যেও, যেন আলো না জ্বলে
কাঁচের  প্লেটগুলো সব ভেঙে রেখো, যেন  জোড়া না লাগে
পর্দা টেনে অন্ধকার করে রেখো, যেন স্বপ্ন না জাগে।

তুমি চলে যাবে যাও
দরজাটা বন্ধ করে দিও , তোমার প্রতীক্ষায় বন্দি হয়ে থাকি।

সময়কাল : ০৪ঠা  জানুয়ারি ২০২৫