সর্বনাশ তুমি নীল রঙ মেখেছো ,
এ রঙ এ ভারি দুঃখ l
বেদনার নামে তার রোদ্দুর ,
বর্ষাতে চোখের জল l
দল বেঁধে মেঘ তাকে আড়াল করে ,
অন্ধকার তখন , ধরণির তরে l
সোনাপাখি তুমি , নীল রঙ শাড়ি পরনা ,
আর লাল রঙ থেকে দুরে থাকো l
সমুদ্র আর পাহাড়কে আপন কর না ,
ওদের কাছেও দুঃখ থাকে l
আমি কবি তোঁ এই একটি রঙ কে আলাদা করেছি
তুমি তাতে হাত বারিও না
আমি তোমায় আপন করেছি , চোখ মেলে দেখো
এই বিশ্বাস টাকে হারিও না l
তুমি বর্ষা তে জল হয়ে ঝড়ে যাবে l
ঢাকা শহরের সাপে খোপে ছিঁড়ে খাবে ,
যানজটে অলিতে গলিতে হাতাটাই মুস্কিল হবে
তুমি নীল রঙ গায়ে মেখো না l
২৪/১/২০১৮