বুকের মধ্য ব্যথা আছে, হয়তো মাপা যাবে না
মনের মধ্যে কষ্ট আছে, গোনা যাবে না
তুমি আমার ভাবনাতে কতটা, প্রকাশ করা যাবে না
কতটা ভালবেসেছি তোমাকে, বুক চিরে দেখানো যাবে না।

তুমি আমার এমন এক কবিতা,
প্রতিদিন লিখতে গিয়েও প্রকাশে আসেনা, ব্যর্থ হই
আমার স্বপ্নের পৃথিবীতে শুধু তুমি, আমার আমি কই।

আমার রাত হয়, গভীর রাত তুমি ছাড়া
আমার নিঃসঙ্গতা কেঁদে উঠে অন্ধকারের মত,
বুকফাটা চিৎকার মিলিয়ে যায়, ঘুমিয়ে পড়া মানুষের মত

তুমি এসে হিসাব করতে যদি
হৃদয়ে বেড়ে উঠেছে বুড়িগঙ্গা, চোখে পড়েছে শ্যাওলা
ধ্বংসস্তূপে আটকে পড়া  একজন মানুষ দেখতে
ভালোবাসার চিৎকারে ফাটা যার হৃদয়।