তুমি আমার একটা পুরনো গল্প,
আমার লাইব্রেরীতে জমে থাকা অনেকগুলো বই,
বইগুলো আমি শুধু পড়েছি,
ভালোলাগা মুহূর্তগুলোকে করেছি হাইলাইট।
স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণ দিয়ে
অন্তরে তোমার তাজমহল বানিয়েছি,
স্পর্শহীন ছটফট করেছি অনেক সময়,
তারপর বছর হয়েছে, কয়েক বছর।
এই জ্যামে পড়ে থাকা ঢাকার শহরে,
আমার ব্যস্ততা ভরা জীবনে,
তোমাকে না পেয়ে পেয়েছি, অনেক বেশি
কখনো ছুটে চলা বাসের,
পাশের চেয়ারের যাত্রীর মতো কল্পনায়।
তোমাকে ছুঁয়ে না দেখতে পারার অভিমানে
ছুয়ে দেখা হয়নি সবুজ ঘাসের উপর শিশির
লাইব্রেরিতে পড়েছে ধুলো, বইগুলো গোছাতে গেলে শ্বাসকষ্ট হয়
তুমি আমার মহাভারত -রামায়ণ
আমার সৃষ্ট একটা মৌলিক গল্প, আমার প্রেম!