তোমায় ভালোবাসা প্রকাশ করার মত
শব্দ গুলো দিন দিন শেষ হয়ে যাচ্ছে !
হাজারো উপমা, ছন্দের রাশিমালা , আর
চিরকুটের লেখা , মলিন হয়ে আসছে !
যেন প্রতি নিয়ত বুক চিরছে ...
শুধু প্রকাশের আশায় -- ভালবাসি !
আধার রাতে অপেক্ষায় আশার প্রদীপ
জ্বলছে রাশি রাশি -- ভালবাসি !