তোমার দু চোখ ভরা স্বপ্ন ,
যার ভিতর একটা সাজানো বাগান --
কিছু ভ্রমরের কুঞ্জন , পাখির কিচিরমিচির
আর থাকবে ! প্রকৃতির নিরাপত্তা --
তোমার ভাবনায় হয়তো , আমি নেই
হয়তো অতিথি পাখির মিলন মেলা ঘটছে
হয়তো বসন্তের অপেক্ষা , কৃষ্ণচূড়া আসবে l
তুমি তার ভাবনায় সাজিয়েছ , অনুভূতির সব কপাট l
আর আমি মাটির বুক চিরে আশা ,
পায়ে মারিয়ে যাওয়া এক দূর্বা ,
অন্ধকার চিরে আসা , আশার সূর্য ---
যা তোমার স্বপ্নের মধ্য নয় !
তবে কেন ? তোমার জন্য হৃদয় নদীতে ভালবাসা বয় !
আর , ঝিনুকের আবাদ হচ্ছে l