ঠিক বছর কয়েক তারও কিছুটা বেশি
তুমি বৃষ্টিতে ভিজবে হাত ধরে
স্বপ্নকে খুঁজবে হৃদয় রাজপথ ঘুরে
প্রচণ্ড ক্লান্তিতে ঘুমাবে , আমার পরানের ভিতরে l
একটু ভুল হয়ে ছিল , তোমার বুজতে
অনেক প্রশ্নের আড়ালে নিজেকে খুঁজতে
পরীক্ষার খাতায় , আমার ছিল যত ভুল
তুমি হলে স্রোতের একুল - অকূল l
ভুল গুলো , আমারই সব চেয়ে বেশি
গল্পের শেষটা জলে ভরা , শুরুটায় হাসি l
তোমার আর আমার গল্প এখন ,
নতুন করে হয়ত হবে না লিখন
তবুও মুখোমুখি , কলেজের ক্যাম্পাস
কিংবা ফেইসবুক
কথা বিহীন , দৃষ্টি হীন
প্রশ্ন ভরা উত্তর হীন মুখ l
আমার পরিবতনের ধারা তোমার চোখে
ভালবাসা আজ আছে অসুখে
হয়তো বা কছুদিন
তারপর অন্ধকার , তুমি ভালো থেকো
ভালবাসা ভালো থেকো ll