এরপর থেকে আমাকে আর কলেজের মাঠে দেখা যায়নি
লাইব্রেরী কিন্তু কিংবা ক্যান্টিনেও।

আমাকে দেখা যায়নি চেনা পরিচিত মহল্লাতেও
বন্ধুদের আড্ডা কিংবা গল্পতেও
ফাল্গুন কিংবা বৈশাখের মেলাতে।

আমাকে দেখা যায়নি
কারণ এক সত্তায় দুটি প্রাণ থাকে না।

পুরোটা জুড়েই ছিল তোমার বিচরণ
বদলে গিয়েছিল চিন্তা চেতনার আচরণ।

এরপর থেকে।