শুভ জন্মদিন , ভালবাসা তোমার জন্মদিন
তোমার আসার পথ ধরেই , আমার অপেক্ষা
তুমি অভারিত সবুজ মারিয়ে , চোখে বিস্ময় একে ,
তুমি আসবে অনেকটা এলোমেলো চুলে বেখায়ালি ভাবে
আমার জরমান্তর অপেক্ষা , তুমি আসবে l
হৃদয়ে ফুল ফুটবে , এই অপেক্ষা
সাজিয়েছি তোমার আসার পথে
ভালবাসার সবটুকু রঙ দিয়ে ,
এক পৃথিবীর স্বপ্ন , তুমি আসবে l
আজ তোমার জন্ম দিন , ভালবাসার জন্মদিন
আজ স্বপ্নদের সাজার দিন , ভালবাসার ফুল চুল জড়ায়ে
কোন রেস্তরায় , সন্ধ্যার ঝাপসা আলোয়ে আমার অপেক্ষা
তোমার পদ চারনায় আমার জীবন রঙিন
শুভ জন্মদিন , ভালবাসা তোমার জন্মদিন