তোমার আমার সম্পর্কে ভূমিকম্প হয়েছে
মনের ভেতর দেশ বিভাজন
আর এখন শহরে ভূমিকম্প।
শহরের ভূমিকম্পে ভাঙবে মস্ত বড় দালান কোঠা
কোন গ্রাম পাড়া গায়ে হয়তো পুকুরে ঢেউ দেখা যাবে।
ভূমিকম্পে আমাদের ভেঙেছে দুজনার মন।
ভূমিকম্পে চাপা পড়ার ভয়ে আমি জাগ্রত নয়
আমি জাগ্রত তুমি এসে যদি ফিরে যাও
তুমি এসে যদি ভুল করে ডেকে যাও
হৃদয়ের দরজায় খটখট শব্দ তুলে।
এ শহরে প্রতিদিন ভূমিকম্প নামে, ব্যস্ততার ভূমিকম্প
অনিরাপত্তার ভূমিকম্প, মানসিক চাপের ভূমিকম্প
ঘরে ফেরার তীব্র প্রতীক্ষার ভূমিকম্প।
মস্ত বড় ইমারত হয়তো ভেঙে পড়বে, চাপা পড়বে মানুষ
মনের ভেতর যে চাপা পড়ে কত হৃদয় রোজ
তোমার আমার মত অনেকেই হয়তো হয় নিখোঁজ।
একটা ভূমিকম্প আসুক
আমাদের এক করার জন্য, স্বপ্ন দেখার জন্য
মানুষ হয়ে, প্রেম নিয়ে বাঁচার জন্য!
চোখের দিকে চোখ রেখে তাকানোর জন্য।
২৪ জানুয়ারি ২০২৫