কেউ একজন আমায় ভালবাসুক -
তার অন্তরের গভীরের - গভীর হতে ,
আমি সস্তা বেগুনি রঙের টগর ফুল মাথায় গুজে দেবো
ফুট পাতের এক মেলা থেকে কিনে দেবো কাচের চুরি
দশ পাঁচ টাকার আলতা কিংবা একজোড়া কানের দুল
কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক
কপাটের ভিতরে - কলিনবেল শব্দে নয় - কিংবা খট খট শব্দে ,
আমার ঘরে ফেরার অপেক্ষায় , মনের টানে
আমি ঝালমুড়ি কিংবা পলিতে রাখা চটপটি হাতে - দরজার এপারে
অথবা একটা কাজল নিয়ে আসবো তার চোখের জন্য l
কেউ একজন আমায় চমকে দিক - শাড়ি পরে -
গায়ে সুগন্দি আঁতর মেখে - পারফুম এর অভাব ভুলে
তার খোপায় দেবো বলে , ফিরবো হাতে নিয়ে চন্দ্রিমা হতে মালা
ভালবাসবো সভ্যতা আর সমাজকে ত্যাজ্য করে
বেঁচে থাকবো - দুজনে দুজনের তরে !
আট - পাঁচ - আঠারো