আমার অসমাপ্ত জীবনে , শুধু অসমাপ্ত তুমি
আমার মাঝে আমি নেই , তোমার মাঝে আমি l
তুমি ছাড়া রৌদ্র বিহীন সকাল আমার . . .
একবার ভুল করে , বলে দাও তুমি আমার
তুমি আমার , শুধু আমার l
আমি তোমার জন্য , হৃদয় জমিন রেখেছি
তোমায় আগলে রাখবো , শত দুঃখ - বেদনা থেকে
জীবনের খোলস হবো , যেমনি ঝিনুকের মাঝে মুক্তা থাকে
যেমনি জলের মাঝে শ্যাওলা থাকে . . .
তোমার বেসামাল জীবনটা , আমি সামলে নেবো
শুধু একবার , আমার অসমাপ্ত জীবনে আসো l
একবার জড়তা ভেঙ্গে , আমার জড়তা ভেঙে দাও . .