আমি যার ভালোবাসায় বাঁচি মরি
যার ভাবনাতে, গল্প কবিতাতে
বাঁচার প্রয়োজনে ভাসাই তরী

সে নেইনি কখনো আমার খোঁজ
অথচ তার বাগানে ফুল ফুটবে বলে
আমি পানি দেই রোজ
তার চুল বাতাসে উড়বে বলে, আমি হাওয়া হই
আমার ভিতরে তারই ভাবনা, আমি কই।

আমি তাকে বিথাই  মনে রাখি,
ভাবি কারণে-অকারণে
আমি তার ভাবনায় বুধ হয়ে থাকি
শুধু চাওয়া ছিল সে জীবনে মরণে।

 ১৪ ডিসেম্বর ২০২৪