শুধু আমার অপেক্ষা , তোমার জন্য
আমার কাছে , ব্যাপার টা  বিচিত্র যন্ত্রণা -
যেন অমৃত মধু মিশানো তাতে -
পুরো হৃদয় জুরে অগ্নি - তবু পুরছে না দেহ ,
কেউ আসছে না - যাচ্ছে না কেহ l

শুধু আমার স্বপ্ন , তোমার জন্য
প্রত্যেক দিন সে নিরাশার , আঁচলে লুকায় ,
আবারও বেঁচে ওঠে - তোমায় ভেবে
হয়তো তুমি তাকে - সাথে নিবে ,  
রোদ - বৃষ্টি - আর খরা তে l

আমার প্রত্যেকটা মুহুত তুমি , তোমার জন্য
ভালবাসে তোমায় , হৃদয়ে ফোটাব ফুল -
প্রকিতিকে করবো , আরও লাবণ্য ,
তাই তোমার জন্য অপেক্ষা l
২২/৩/২০১৮