তুমি পাশে না থাকলেও
অনেক কাছে থাকো l
যেমনি ঠোঁটের সাথে হাসি থাকে -
যেমনি দেহের ভিতর হৃদয় থাকে -
আর আমি তোমার হৃদয়ে
আমার থাকে শুধু অসার দেহ টা l
তুমি ভালো না বাসলেও
তোমায় অনেক ভালবাসি l
যতটা তুমি , নিজেকে ভালোবাসো না -
যতটা নিজের প্রতি তুমি বেখায়াল -
ঠিক ততটা ,
শুধু হৃদয় চিরে দেখানো বাকি l