মানুষ থাকার পর ও যখন শূন্যতা থাকে -
আকাশ থাকার পর ও যদি তাতে মেঘ থাকে -
সন্ধ্যা নামার আগে যদি সন্ধ্যা নেমে যায় -
তখন তুমি শিকারি - শিকার তোমার নেশা l

মাংসের গন্ধে - আনন্দে - অন্ধকারে সুখ
নিঃসঙ্গ তায় জ্যোৎস্না মেখেছে তোমার বাধানো বুক l
তুমি সকালে নিঃসঙ্গ
দুপুরে নিঃসঙ্গ
নিঃসঙ্গ রাতের অন্ধকারে

আয়নার সামনে - টকটকে লাল লিপস্টিক   মাখবে ঠিকই -
শাড়ি পড়বে , ভাজে  ভাজে  থাকবে কুচি ;
চোখে কাজল কিংবা মাস্কারা l
যখন তোমার জন্য থাকবে  না কোন প্রিয় মানুষের প্রতীক্ষা
জলসে যাবে লিপস্টিক , চোখে জারবে জল l
রাত হবার আগেই রাত হয়ে যাবে l
তারা ভরা আসমান নিঃসঙ্গ তায় লাল হয়ে যাবে l

যখন তুমি  সুন্দর থাকার পরও ,
কেউ থাকবে না  প্রশংসার জন্য
একান্ত আপন ভেবে কাছে থাকার জন্য
চোখে চোখ রাখার জন্য
শাড়ির ভাজে তল পেট ,ভুরি কিংবা মেদ দেখার জন্য l

তুমি তখন অন্ধকার , একটা খোলা আকাশ
নেড়ি কুকুর আর শেয়াল ডাকবে মহল্লায় মহল্লায় l