নিজস্ব আর কোন কিছু , নিজের মধ্য
চেতনার সবটুকু জায়গায় ------
এমন কি নিদ্রায় - অনিদ্রায় --
যেন তোমারি সত্ত্ব !
আর আমার মধ্য , এক অসস্তি যন্ত্রণা
কাছে না পাওয়ার যন্ত্রণা , প্রতীক্ষার যন্ত্রণা
একটা শুন্য পৃথিবীর যন্ত্রণার ----
আর তোমায় নিয়ে বিড়বিড় করার -
অর্থ হীন সময় নষ্টের অবিশাপ l
বুকের মধ্য কার্বন , জ্বলছে সব
বাতাসে বিরহের গন্ধ , এক সবুজ যন্ত্রণা
অপরাধ , তোমায় ভালবাসা l
সাজা দিলে , দেহ থেকে হৃদয় আলাদা করে !