জোর করে অনেক কিছুই হয় না
এই যেমন ধরো ভালোবাসা
ব্যর্থ হয়ে তাকে ভুলে যাওয়া
অনেক কাছে পেয়েও তাকে ধরে রাখা

জোর করে অনেক কিছুই হয় না
যেমন বুকের ভিতর আছে নরম মাংস পিণ্ড
মাংসপিন্ডের কোথাও আছে অদৃশ্য রূহু
রুহের ভিতর স্বাধীনতা।
এ স্বাধীনতায় শক্তি জোর কোনটাই চলে না

জোর করে কাউকে ফিরিয়ে দেওয়া যায় না
যখন ভেতরে কেউ আবদার নিয়ে প্রবেশ করে
আবদারের ভিতরে থাকে স্বপ্ন, স্বপ্নের ভিতর থাকে প্রেম
সে প্রেম এখন অনুভূতি, অনুভূতির আরেক নাম মায়া

জোর করে কাউকে কাছে রাখা যায় না
যে যাবে সে অনেক আগেই গুছিয়ে নিয়েছে
বেঁচে থাকার অন্য কোন রাস্তা, রাস্তার দু ধারে হয়তো স্বপ্নরা শিকড়  ছড়িয়েছে
শিকড় ছুঁয়েছে প্রেম, সে প্রেমের  সংজ্ঞা ভাঙ্গন।

যে চলে গিয়েছে, সে ফিরে তাকায় না
ব্যর্থ হলেও না, হেরে গেলেও না
সে অভিনয় শেখে,

যে পাখি  আকাশ দেখেছে , সে ফিরবে না
সে ফিরবে না এ মায়ার বন্দী খাচায়।

১৯ শে ফেব্রুয়ারি ২০২৫