মোহিদ নজরুল
তুমি আমার না , আমিও তোমার না
দুজনার দুই দিগন্ত
বালিশের কভারের দুই রঙে,
হৃদয় ভেঙে হারিয়েছে বসন্ত |
যদি মনে পড়ে যায়, অবেলায়
তীর থেকে ভেসে আসা স্মৃতি,
চোখের জলে কেঁদে নিও
ছিলনা লেখা নিয়তির |
দুইজন দুই মেরুতে, তবুও হতে পারে কভু দেখা
এই ভেবে সান্তনা খুঁজে নিও
যা হয়েছে তা সুন্দর ছিল, সবটাই বিধাতার লেখা
জেনে রেখো তুমি একা নও, তোমার মত আমিও