তোমার আর আমার মাঝ খানে
অপেক্ষা ---
আমি অপেক্ষার নাম দিয়েছি -
যন্ত্রণা ---
যন্ত্রণা যতটুকু মধুর হয় -
কষ্ট তার চেয়ে বেশি , কম নয় l
তোমার আর আমার মাঝ খানে
আকাঙ্ক্ষা --
আমি আকাঙ্ক্ষার নাম দিয়েছি -
প্রাপ্তির চেয়ে , বেশি কিছু চাওয়া -
আমি তোমায় আর তুমি --
শুধু বুকের মধ্য যন্ত্রণা --
হয়তো তোমার হয় অন্য কারোর জন্য !
তারপর ও তোমায় ভালবাসি ---
আমার অন্তর জ্বালাময়ী , রাক্ষসী l