তোমাকে ভালোবাসি এত সাধারণ ভাবে বলবো না -
আমি তো তোমাকে নিয়ে উড়াল দিতে চাই দিগ হতে দিগন্তে
পূর্ব থেকে পশ্চিম কিংবা উত্তর থেকে দক্ষিণ -
কোন বর্ষণ মুখর সন্ধ্যায় গ্রীষ্মের ছুটিতে পতেঙ্গায় কিংবা -
বাংলাদেশের সূর্য অস্ত দেখার জন্য কুয়াকাটা,
তোমার হাত ধরে সমদ্র সৈকতে হাঁটবো - এমন স্বপ্ন আমি প্রায়ই দেখি l
প্রতি তিন বছরে যখন আমার অফিসে কাজের দক্ষতার জন্য -
বড় কোন পদে অবস্থান করবো - তখন যত বার বাহিরে ভ্রমণের সুযোগ আসবে -
তোমাকে সাথে নিয়েই যাবো , একটু ভেবে দেখতে পারো ,
যাই হোক - তোমাকে ভালোবাসি এত সাধারণ ভাবে বলবো না ,
খুব শক্ত করে , জড়িয়ে ধরার মাঝে অনুভূতির স্পর্শতা বোঝাবো -
আর আচারনের মাঝে নিয়ে আসবো - নতুন কিছু , যেমন -
তোমার অনুভূতির সাথে আমার অনুভুতির ব্যাপার টা মিশিয়ে নেবো ,
শুক্রবার কিংবা শনিবারে হলিডে তে - বিকেলে যেতে পারি - ফুস্কা খেতে কিংবা
কিংবা সদ্য মুক্তি পাওয়া সিনেমা হলে ,
যাই হোক , তোমাকে ভালোবাসি এত সাধারণ ভাবে বলবো না ,
তুমি যখন অসুস্থ হবে , আমি তোমার হাতটা একটু শক্ত করে ধরে বসে থাকবো ,
তোমার যখন মন খারাপ থাকবে , আমি ঠিক তোমাকে হাসিয়ে ফেলবো ,
যদিও মিরাক্কেল এর কোন এক ক্যারেক্টার এর সাথে ভিসম রকম মিল l
তুমি যখন ভেঙ্গে পড়বে , আমি না হয় তোমায় বুকের মধ্য জড়িয়ে ধরবো l
আর বলব তোমার কিসের ভয় আমি আছি তো !
যাই হোক - তোমাকে ভালোবাসি এত সাধারণ ভাবে বলবো না ,
যখন তোমার আমার সত্তর পার হবে - তোমার হারের ঘাড়ের কিংবা পায়ে ব্যথার অনুভূতি
আমি না হয় , একটু চেপে দেবো ,
যখন তোমার আমার কথা কেউ শুনতে চাইবে না , আমরা দুজনে দুজনার কথা শুনবো ,
ছয় কিংবা সাত যুগ পার করতে চাও কিনা , ভেবে দেখতে পারো ,
আমি তো এক জীবন অনায়াসে পার করে দেবো , তোমার হাত ধরে l
৭-১১ --২০১৯ ( প্রেমের কবিতা )