ঈশ্বর ছাড়া তোমাকে কেউ ফিরিয়ে দিতে পারবে না
তুমি ঈশ্বরের সেই শিল্প
আমি এক প্রেমিক, প্রতীক্ষায় তাকিয়ে আছি,
পাবার উল্লাসে লিখব জনম জনমের গল্প।
তোমার দিকে তাকিয়ে কেটে যাবে সহস্র বছর
চোখ ফেরালেই হবে মৃত্যু
তুমি সেই আলোক রোস্নি, চোখের ভিতর যে আলো
দেখা হবে না দিন, হয়ে যাবে সব রাত্রি।
তোমাকে ফিরিয়ে দিতে পারবে না দরজায় দাঁড়ালে,
জানালায় হবে শিলা বৃষ্টি
তুমি বুকের ভিতর রুহু হবে বেঁচে থাকার
চোখের ভিতর হবে দৃষ্টি।
১৬ই জানুয়ারি ২০২৫