হৃদয় দিয়ে লেখা যত
কবিতা আমার
সবটার ই স্পর্শে
ভালোবাসা তোমার l
হাত দিয়ে নই
মন দিয়ে l
আমার অনুভূতিতে
ভালোবাসা হয়ে l
লিখিয়েছ অনেক শব্দে
কবিতা ভালোবাসা l
পুরোটা হৃদয় জুড়ে
তোমারই প্রত্যাশা l
আজ সবটা সত্যে
তোমায় ভালোবাসি l
প্রাপ্তি একটাই
তোমার চিলতে হাসি l