ভালোবাসা ফিরে আসার পর, শুধু তাকিয়ে ছিলাম
সেই চেনা চোখ, সেই মুখ
ফিরে আসাটাই ছিল তখন অবিশ্বাস হয়ে।

যাকে ছাড়া আমি নিঃস্ব হয়ে গিয়েছিলাম
হৃদয়ের ভিতর যাকে ছাড়া শূন্য রাজপথের মতো মনে হত
লেখাহীন ব্লাক বোর্ড কিংবা আলোহীন ল্যাম্প পোস্ট।
কত কতবার তাকে কাছে পেতে চেয়েছি,
অনলাইন অফলাইন শুধু তাকেই খুঁজেছি।

তার চলে যাওয়া পথে শুধু তাকিয়ে ছিলাম
যতদূর তাকে দেখা যায়,
এই পিচঢালা পথ হয়তো সেদিন কেঁদে উঠেছিল
দীর্ঘ শ্বাস পড়েছিল মায়ায়।

কত নিঃসঙ্গ রাত কেটেছে,
কত পায়ে চারি আর কত ভিড় ভিড় বুলি
চোখের জলে পড়েছিল শেওলা।
ছিল তার ফিরে আসার অপেক্ষার তীব্রতা
সে আসিনি তবুও, কত শীত গ্রীষ্ম বর্ষা কেটে গেছে।

কত রংধনু ভেসেছে আকাশ পানে ,
বৃষ্টিরা যেভাবে ঝড়ে  গেছে বুকের উপর।
কোকিলো ডেকেছে সময় অসময়
কিছু না পাওয়াই থাক, ডেকো না আমায় ।


প্রকাশের সময় :০৪/০১/২০২৫