অনেক বার ভুলতে চেয়েও , তোমাকে এখনও ভুলিনি
অনেক দুরে ফেলেও , গোপনে কাছে রেখেছি l
যেমনি আকাশ আর মেঘের সম্পর্ক লুকুচুরি খেলা
তোমায় অন্তরে রেখেছি ভুলে শত অবহেলা l
ক্ষমা করেছি , আমার বিশ্বাস ভাঙ্গার অপরাধ
তারপর ও তুমি ভালবাসা ভুলে , নিলে অবিশ্বাস এর স্বাদ l
আমি পাহাড় হয়ে আজ ও বসে আছি ভালবাসার নিয়ে
তুমি আসবে না তা জেনে ও , মন থেকে মেনে নিয়েছি তা মেনেও l