এমন এক মধুর অস্তিত্বে ফেলে দিলি ,
অন্তরে আসছে না ভাষা ,
আঙ্গুল গুলো , শুধু কিবোর্ড ছুয়ে যাচ্ছে
মন শুধু শব্দ খুজে ভেরাচ্ছে ,
একটা কবিতা লিখে দেয়ার জন্য l
গরম কফি দিয়ে , আসছে গ্রান
খবরের কাগজ যখন আমার অপেক্ষা করছে
দিয়ে দিলি মধুর অস্তিত্বে ফেলে l
ব্রাশ এ জরানো পেস্ট , তোর অপেক্ষা
একটা কবিতা লিখে দেয়ার জন্য l
গুগল সাছ দিয়েছি , পত্রিকা গুলো সামনে
অনেক তথ্য আছে কিন্তু শব্দ নেই l
অনেক গান আছে কিন্তু কথা নেই ,
কষ্ট হলেও অশ্বস্বস্তি টা মধুর
তোর সাথে সম্পর্ক টা যে বন্ধুর l