তুমি একবার আমার কাছে এসো ...
স্লান শেষে এলোমেলো ভেজা চুল আর
কপালে লাল টিপ দিয়ে ,
আর হাত ভারা চুড়ি নিয়ে
আমি তোমার জন্য অপেক্ষা করবো ,
আমার অন্তর হতে সবটুকু ভালবাসা নিয়ে l
তুমি একবার আমার কাছে এসো ...
খুব সকালে গুম থেকে উঠে এলোমেলো শরীরে
অগোছালো কথার ছলে
ঘুম কাতর চোখে
আমি তোমার জন্য লিখে দেবো
শিশির মাখা প্রেমের কবিতা l
তুমি একবার আমার কাছে এসো .....
বর্ষায় ভিজবে বলে
এ হাত ভালবাসায় দরবে বলে
চোখে চোখ একবার রাখবে বলে
আমি তোমায় ভালবাসা দিয়ে
একটা পৃথিবী বানিয়ে দেবো l