আমি আবার লিখব কবিতা ছন্দ ভরা শব্দে
তোমার এলোমেলো চুলের গন্ধ নিয়ে .........
খুব কাছে বসে , যেন অধর ছুঁয়ে যায়
তারপর এতটা বিশ্বাস দেবো ভরে যাবে
তোমার রক্তে তার অস্তিত্ব l

আমি আবারও কবিতা লিখব
তোমার ঠোঁটের লিপস্টিক এর গ্রান নিয়ে
যেন শিহরন জাগে মনে  আর ঝর ওঠে
আমি পৃথিবীর সব নিয়ম মেনে নেবো ।
যা ভুল করে মানিনি তারপর ...
তোমায় দেবো আমার সব ব্যক্তিত্ব l

হৃদয় রাজ পথে আমি লিখব উল্লাস দিয়ে
তোমায় পাওয়ার গৌরবে l
১০/১২/২০১৬