তোমার অপেক্ষায় প্রতিদিন
কবিতা গুলো জীবিত হয় ,
তোমার ভাবনায় অন্তরে
কুয়াশার মাঝে আশা জাগে ,
তুমি আসবে , এই অপেক্ষায়
আমার স্বপ্ন অপেক্ষা করে l
১৮/১১/২০১৬