- অনন্ত আমার দুঃখ নিবে , দুঃখের শিখর শরীর বরা
অনেক বেদনা যার দূরত্ব নক্ষত্র পর্যন্ত l
- কই কোথায় , আমি বুকের পাঁজর নিয়ে বসে আছি
যার স্পেস অফুরন্ত , তুমি দিতে পারো l
-আমার বিড়াল ছানা টা হারিয়ে গেছে , ও কিছু খায় নি
সারাদিন , পুতুল তা খুঁজে পাচ্ছি না সকাল থেকে আর
আর মা বকে ছিল চুল বাধিনি তাই l
- আর কিছু আছে , আমার তো অনেক জায়গা এখনও
বুকের মধ্য খালি পড়ে আছে l
- তাহলে তুমি একটা কাজ করো , বাগানের ঐ তাজা ফুল
গুলো ছিরে আনো
- তাহলে আমি যে পাপী হয়ে যাব , আপন অন্তরে
- না আমার চাই , না হলে তোমার সাথে আড়ি যাও l
- আচ্ছা তোমায় এনে দেই , কোন সুন্দর স্বপ্ন ,
- না না আমার চাই , ঐ বাগানের তাজা ফুল
- ছিরে দেই আমার বুকের কলিজা , তুমি দেখবে
রক্তের ছলকানি , আমার নিশ্বাসের আর্থনাদ
- না তাতেও আমার মন ভরবে না
- তাহলে তোমার চরণে লুটিয়ে দেই আমার সমগ্র
জীবন দাসত্ব করে , যেমন খাঁচায় থাকে বন্ধি বেড়াল
- তাহলে দরিটা আমার হাতে দাও বাকিটা তোমার গলায় l