এক ছিল মোটা লোক
পানি খেত ঢোক ঢোক ,
পেট ছিল ইয়া মোটা
সব খেত , পেত যেটা l
ঘুরত সে এলো মেলো
পাঞ্জাবি গায়ে ,
শত তালি দেয়া জুতা ছিল
তার দুটি পায়ে l
চোখ তার সরু সরু
একেবারে অদবুদ ,
ঘুমালে নাক ডাকে ঘুরু ঘুরু
শ্বাস ছারে বুদ বুদ l
ছোট ছেলে পেলে সে
কাঁধে নিয়ে নাচত ,
গল্পেতে মেতে গিয়ে
শুধু শুধু হাসত l
দাঁত তার হলুদ মাখা
চুলে বাধা জট ,
কথা শুধু বলে যেত
আপন মনে পট পট l
এ বাড়ি ও বাড়ি
শুধু সে ঘুরত ,
খবর পেলে ছুটে যেত
যদি কেউ মোরতো l
একদা দারোগা এসে
মার দিল কড়া ,
ঘার ধরে নিয়ে গেলো
বেটা পশু , ছেলে ধরা l