আমাকে তুমি ভাবছ
যদি ভাব তবে এক গ্লাস জল খাও
জানালাটা খুলে দাও , গলা ছেড়ে গান গাও
ভাবনার গগনে , নিজেকে নিও না আনমনে
ভুত আছে , প্রেত আছে গিলে খাবে l
তোমার নারীত্বের সম্মান যত টুকু আছে , জলে যাবে
আঙ্গুল তুলবে এ পাড়ার , বুড়ো - বুড়িরা l
আমাকে তুমি ভাবছ
যদি ভাবো তবে চিরিয়াখানায় একটা খাঁচা বুকিং দাও
ঠোঁটে রঙ মাখ , সঙ সাঁঝ তারপর নিত্য করো l
কষ্ট পাবে , দুর্বার কষ্ট পাবে নিঃশেষ হয়ে যাবে
তোমার প্রেমের গল্পটা , তোমার ইতিহাস হবে
বিবেক তোমাকে বকবে , দিবে বড় যন্ত্রণা l
আমাকে তুমি ভাবছ
আর ভেবনা যন্ত্রণা নিয়ে, নিরবে একেলা
যা পারবেনা বলতে , থাকবে না বলা
যে সম্বল করে অবলম্বল , মরছে ভালবাসা
দরজা টা খুলে দাও পাও কি ভরসা
বলেছ ভালোবাসো , এতটুকুই হবে সান্ত্বনা l