হয়তো ঘুম ভেঙ্গে যাবে তোমার
শুকনো পাতার মর্মর শব্দে
আমি সেই প্রতীক্ষায়
হৃদয় জমিনে স্বপ্ন বুনেছি
এক পৃথিবীর স্বপ্ন , কোটি পৃথিবীর স্বপ্ন
তুমি আমার হবে l
হয়তো ঘোর ভেঙ্গে যাবে তোমার
ভোরের কুয়াশা ঝরে গেলে ,
তাই জেগে হৃদয়ের মাঝে
ভালোবাসার সমুদ্র একেছি
তুমি আমার হবে l
লিখেছি কবিতায় লাখো লাখো বার
তুমি শুধু আমার , তুমি আমার
তুমি আমারই হবে l