স্বাধীনতা নিয়ে একটা কবিতা লিখি ,
কামার ,কুমার আর জেলে সাবাই মিলে
লাল- সবুজ কম্বিনেশন দিয়ে
যার মধ্য থাকবে নির্মল অক্সিজেন ,
ফরমালিন এর মতো কোন শব্দ থাকবে না l
স্বাধীনতা নিয়ে একটা কবিতা লিখি,
সাধারন মজদুর আর শ্রমিকেরা মিলে
যেখানে ঘামের গন্ধে থাকবে সততা
যেখানে ক্ষুধার জন্য নিজেকে বিক্রি করতে হবে না
যেখানে অপ্রাপ্তির কোন শব্দ থাকবে না l
স্বাধীনতা নিয়ে একটা কবিতা লিখি,
প্রতিবাদী মানুষ গুলো সব এক হয়ে
দুর্নীতি মুছে ফেলার প্রত্যয়ে ,
যে খানে চেতনা বিক্রি হবেনা ।
যে খানে নকল , ভেজাল , দুর্নীতি হবে না
যে খানে চাকরীর জন্য দিতে হবে না ঘুস ,
বেহুশ মানুষ গুলোর ফিরবে হুস l
যেখানে সত্য ও ন্যায় কথা বলবে হাসি মুখে l