শিশু কালে ছন্দ ছাড়া এক ছেলে
দুষ্টমিতে মানুষ কে চমকে দিতো পিলে
লোক মুখে বলা হতো ছেলে হবে বাউনডেল
মান তো না সে কোন নিয়ম শৃঙ্খল
পাঠ শালা যেত না মাসে একবার
গেলে হতো জর , মাথা ব্যথা , পেট ভার
সারাদিন ছন্দ ছড়া ছিল তার জীবন
অথচ বিশ্ব বুকে সে অবাক আলোড়ন
বিশ্ব কেপে উঠল ধুরু ধুরু
সেই ব্যক্তি রবি ঠাকুর হল কবি গুরু l
লিখে পাতায় পাতায় অসংখ্য কবিতা ,
অমর হল মানুষের অন্তরে লিখে মানুষের কথা l