যত জুলুম , অত্যাচার আর অবিচার , ব্যবিচার
সময়ের আবতমানে হয়েছে ধ্বংস
প্রকৃতির ন্যায় বিচারে মানুষ জিতেছে ,
হেরেছে অত্যাচারীর বংশ l
ঈশ্বর , বগাবান , বিধাতা , স্রস্টা একজনই ,
ভেদাভেদ ধর্মের করেছি আমরা ,
নাম তো একটাই মানুষ
একই রকম রক্ত , আকার আর চামড়া l
যুগ যুগ এভাবেই হয় অত্যাচার , হয়তা হবে আরও
স্রস্টা আছে ভয় নেই কারো ,
রক্ত গঙ্গায় রোহিঙ্গারা পরীক্ষায় নেমেছে আবারও
স্রস্টার বিচার আসবে , প্রতীক্ষা করো l
ইতিহাস তার প্রমান , সত্য জিতেছে ;
অন্যায় পরাজিত সবময় , শোষকেরা ধ্বংস
মোসলমানের কান্নায় অভিশাপ ছুটেছে l
আবারও বিপর্যয় হবে , অং সূচির জাত বংশ l