তোমায় একশো একটি নীল-পদ্ধ এনে দেব
এনে দেব, লক্ষ কোটি নক্ষত্র
মনে একে দেব ভালোবাসার চিত্র
ভালবাসবে আমায়, কাছে ডাকবে আমায়।
গভীর অন্ধকারে আলোর হাত বাড়িয়ে দেব
তোমার সব ভয়কে জয় করে দেব
তীব্র শীতে গায়ের চাদর হব
তোমার অন্তরে লুকিয়ে থাকা দুঃখের ভাগ নেব
ভালবাসবে আমায়, কাছে ডাকবে আমায়।
আকশের নীল হতে এনে দিব নীলিমা
পাহাড়ের বুক হতে এনে দেব ঝর্ণা
সাগরের ঢেউ এ একে দেব মোহনা
ভালো বাসার জন্য, তোমার সুখের জন্য
ভালবাসবে আমায়, কাছে ডাকবে আমায়।
(১৪-০২-২০১১, মিরপুর -১০, ঢাকা )