ভালোবাসা কথা ছিল , তোমার চুল নিয়ে আমি খেলা করবো l
বাতাসের অনুপস্তিতিতে l
তোমার হাত ধরে হাঁটবো , পৃথিবীর সব পথ l
প্রতিকুল- অনুকূল , সব প্ররিস্তিতিতে l
রাত্রির তিনটে হবে গল্পের আসর, খুব কাছাকাছি ,
প্রেমের রঙে হবে নকশি কাঁথা l
খুব ভোরে কাঁচা ঘাসের উপরে , হাঁটবো পাশাপাশি
জীবন হবে রঙিন গল্প গাঁথা l
ভালবাসা এখনও মশারির ভিতর তোমার অপেক্ষা থাকে ,
এমন কি মাঝ রাতে বেলকনিতে l
ভালোবাসা কথা ছিল, তুমি হাঁটবে হৃদয়ের রাজ পথে
আজ শুধু হাঁটো বিরহের হাত ছানিতে l
তোমার জন্য তো আমি কিনেছিলাম
নীল চুড়ি , নীল শাড়ি, মাস্কারা আর গোল্ডেন স্কাফ l
তুমি স্পর্শ না করায় খুব কেঁদেছিলাম ,
আজ সব কিছু আমার শরীর ভরা অভিশাপ l
তোমার স্পর্শের অভাবে ওরা এখনও জাগেনি
ভালবাসা ছিল কত বুঝনি অভাগিনী l
একবার ফিরে এসে দেখতে , বুক চিরে পৃথিবী এনে দিতাম l