একবার হৃদয়ের দরজায় খট খট শব্দ করে দেখ
আমি ভালোবাসতে পারি কিনা ,
প্রকিতির সব রঙ দিয়ে , আবারও বিপর্যয় ডেকে আনব l
হয়তো সমালোচনার জড় তুলে দেবো ,
নতুন এক ভালোবাসার নাম লিখে l
টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত কিংবা
জাতীয় বা আন্তজাতিক পর্যায় ,
শুধু একবার হৃদয়ের দরজায় খট খট শব্দ করে দেখ ,
আবারও ডেকে আনবো বিপর্যয় l
পায়ে হেটে অনেকটা পথ পাড়ি দেব তোমার সাথে ,
ল্যাম্পপোস্টের নিচে তোমার হাত ধরে কিছু খুন বসবো l
সাধারন মানুষের পাশে প্রতি সন্ধ্যায় , সাধারন মানুষ হয়ে
শাহাবাগের চত্বরে , রমনার বটমূলে কিংবা মিরপুরের
বুদ্ধিজীবীতে অথবা কোন নাট্য থিয়েটারে ,
জীবনটা কি ভালবেসে আমি তোমায় দেখাবো l
ভুল করে একবার , খেলাচ্ছলে আমায় অন্তরটা দিয়ে দেখো
আমি ভালোবাসায় শাসন করবো , যা তোমাকে কেউ করে না
যেমন তোমার বুকে ওড়না তুলে দেবো নিরাপত্তায় ,
গায়ের চাদর হবো , শীত হবো কাঁথায় ,
তারপর আমার বিশ্বাস ভরা সব ঘরের চাবি হাতে তুলে দেবো ,
অধিকার দেব আমার হৃদয়ের সমগ্র লাইব্রেরীর ,
যেখানে তোমার না পড়া ভালোবাসার বই গুলো অপেক্ষা করছে l
যা তোমাকে উৎসর্গ করে লেখা l