আমার দু চোখ জুড়ে তোমার বিস্ততিত সবুজ
যেখানের চারদিকে অক্সিজেন ভরা ,
যেখানের সবুজ মারিয়ে পাওয়া যায় ,
অন্তরের তিপ্তি l
অজস্র সময় কেটে যায় ভাবনার ছলে ,
যুগ যুগ মানুষ যাকে প্রেম বলে l
অন্ন দিয়ে আমি পেট ভরে নেই ,
মন ভরে তোমায় দিয়ে ,
আজ পৃথিবীজোরা সাহিত্য আমার
প্রকিতির মাঝে তোমায় পেয়ে l
তুমি একবার বেখাল হলে ,
আমি পুরুষ এলোমেলো হয়ে যাই
আর তখনি হৃদয়ের নিয়ম অনিয়ম এর বায়না করে l