বুকের উপর তিলে তিলে বেড়ে ওঠা পাহাড়টাকে
একদিন বিক্রি করে দেব।
পাহাড়টা খুড়ে খুড়ে সবাই মাটি নিয়ে যায়
দিন দিন বাড়ে ক্ষত,
পাহাড় ভ্রমণে দূর- দূরান্ত হতে কত লোক আসে
কত শত স্বপ্ন বুনে, কত তামাশা, হাসি গান --
দিন শেষ এ রেখে যায়, চিপ্সের ফাকা প্যাকেট ।
যখনই আনন্দ থাকে, তখন সবাই আসে
সন্ধ্যার অন্ধকার যত বাড়ে, পালিয়ে যায় সব শব্দ
বাড়ে শুধু অন্ধকার, রাত আরও গভীর রাতে।
লাভ সমেত বিক্রি করে দেব এই পাহাড়,
কারোর বুকের ভিতর,
যার বুকের ভিতর আতর মাখা গন্ধ থাকে
চোখের ভিতর স্বপ্ন থাকে।