সময় -
আমায় প্রশ্নের ভিতর ঠেলে দেয় --
অতীত হতে বর্তমান - দিগ্বিজয়ের পরিবর্তন ,
এলোমেলো হুল্লোড় হতে - চার ফিট রুমে শিকল বেঁধে -
কি এক সমাজের সামাজিক তায় !
নিজস্ব আর কিছু খুঁজে পাওয়া যায় না , শুধু বিকেল গড়িয়ে রাত আসে
পাওয়া আর না পাওয়া , ঈর্ষা আর হিংসা , কোনটাই  নেই -
নেই প্রতিযোগিতা , বায়না কিংবা আবদার !
নিজস্ব কিছুই নেই ---
নেই নক্ষত্রের রাতের জ্যোৎস্না বিলাস -
ভুরি ভুরি কবিতার ডাইরি - নেই শব্দ গুচ্ছ -
বর্ণমালা বিন্যাস ,
নেই কারো প্রতীক্ষা , অপেক্ষা কিংবা আবশ্যকতা
শুধু আছে --- এক টুকরো সময় -
উত্তরহীন - হাজারো কৈফিয়ত - না পাওয়ার এক সমুদ্র অভিযোগ
নিজস্ব হতে নিজের সবটুকু বিয়োগ -

১০-১১-২০২২