আমাকে মনে তোমার পড়তেই পারে
অন্তর ছুঁয়েছিলাম তোমার।
সে অন্তরে ছিল প্রথম প্রেমের ছোঁয়া।
অনেকেই আসবে অনেকেই যাবে।
আবার অনেককে ভালো লেগে যাবে তোমার।
সেই অনেকের মধ্যে ছাপিয়ে বেড়ে উঠবো গোপনে ।
প্রেম হয়ে ফুটেছিলাম হৃদয়ে তোমার
আমাকে মনে পড়বে অসময়ে যখন একা লাগবে।
যখন কোন কিছুর অভাব বোধ হবে
ভালোবাসার অভাব,
কারো ভাবনায় তোমাকে না পাওয়ার অভাব।
অন্য কারো বুকে শুয়েও আমাকে ভাবতে পারো
অন্য কারো চোখেও আমাকে দেখতে পারো।
আমি যে অন্তর ছুঁয়েছিলাম তোমার
গভীর ভালোবাসায়।
শরীর সবাই ছুঁতে পারে অন্তর ছুতে পারে কতজন।
আমাকে তোমার মনে পড়তেই পারে
পিছনে ফেলে যাওয়া হৃদয়কে তাকিয়ে না দেখার ভুলে
শক্ত করে জড়িয়ে না ধরার অপরাধ প্রবণতায়
ইচ্ছেরা মাঝে মাঝেই চিৎকার দিতে পারে।
যে পাশে আছে সে তোমার দায়িত্ব নিয়েছে
যাচাই বাছাই করে
যে তোমাকে ভালবেসেছে নেশার মতো
তাকে ভুলবে কি করে।
০৭-৩-২০২৫