একদিন আমি সত্যিই বলে দিব
তোমাকে কতটা ভালোবাসি ?
একদিন তোমার খুব কাছে যাবো
তোমার চুল ছুঁয়ে গ্রান নেবো ভালোবাসার
প্রতিদিন হৃদয় ডাক বাক্সে
জামা পরে এরকম হাজারো ইচ্ছে
তুমিহীনা বিরহেরা ডাক দিচ্ছে l
হৃদয় রাজ পথ জুরে , ইচ্ছের কবিতা
বুঝে নাও , এ হৃদয়ের ব্যাকুলতা l