তুমি যাকে খুঁজেছো দখিনা বাতাসে ,
খুঁজেছে স্বপ্নে ভিবর হয়ে , আর ও ভেবেছ আকাশ পাতাল ,
যাকে ভাবনায় এনে রাত করেছো নির্ঘুম ,
কাটিয়েছ সময়ের সমুদ্র চুপচাপ নিঝুম -
সেতো বার বার তোমারই দুয়ারে , ঘুরে ফিরে আসে ,
সেতো তোমারই আচল গেসে , তোমারি পাশে -
তারপর ও তুমি আকাশ পানে খুঁজে ফেরো , আকাশ নীল
হতাশয় মিশে থাকো , প্রতীক্ষার গাংচিল l
দুপা ফেলে চোখ মেলে , শুধু একবার দেখ , চোখের সম্মুখে
স্বপ্নের চেয়ে বেশি কিছু নিয়ে তোমার প্রতীক্ষাতে -
তোমার যে ঘর ভালোবাসা শূন্যতায় , প্রতিদিন আশার প্রদীপ জ্বালায়
সে ঘরে তুমি , অনেক বেশি একা রবে ,
কেউ এসে , বার বার ফিরে যায় , দেখে যায় দরজার খিল -
তুমি যাকে খুঁজে ফেরো , খুঁজে পেয়েছে সে তোমায় ,
শুধু তুমি দেখছো না , দুয়ারের সিন্ধু ,
শিশির বিন্দু , প্রতিদিন ডাকছে তোমায় l
৭- ১১- ২০১৮